Skip to Main Content

Create Account

Instructions for Online Application
University কতৃক প্রদত্ব Roll Number টি Admission Roll No বক্সে লিখুন এবং Create Account Button এ ক্লিক করে Account create করুন অতঃপর Prepare for login Button এ ক্লিক করে login বক্স এ প্রবেশ করুন। এখানে Username ও Password উভয় বক্সে এ আপনার ইউজার নেম এন্ট্রি করে লগ ইন করুন ।

লগ ইন করার পর হোম পেজ আসবে হোম পেজে এডমিশন ফর্ম এর মূল্য পরিশোধের ভাউচার প্রদর্শিত হবে । এডমিশন ফর্ম এর মূল্য পরিশোধের জন্য Pay with Bkash Button ক্লিক করে ইনভয়েজ পেমেন্ট পেজ এ প্রবেশ করুন । এখানে বিকাশের লোগো সম্বলিত বাটন এ ক্লিক করে এডমিশন ফর্ম এর মূল্য পরিশোধ করুন ।

এডমিশন ফর্ম এর মূল্য পরিশোধ হয়ে গেলে Open Admission Form Button ক্লিক করে ফর্ম ওপেন করুন এবং ফর্ম টি যথাযথ পুরন করুন অতঃপর Create Student Profile বাটন ক্লিক করে তথ্য সমুহ সংরক্ষণ করুন ।
এবার Print Receipt & Admission Information বাটন এ ক্লিক করে Receipt & Admission Information প্রিন্ট করে সংরক্ষণ করুন।